Site icon Jamuna Television

নেত্রকোনায় মামলার বাদির বাড়িঘরে আগুন দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার,নেত্রকোনা :

নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের পাহাড়পুর গ্রামে মামলার বাদির ঘরে লুটপাট করে বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আসামিদের বিরুদ্ধে।

অভিযোগকারীরা জানায়, মামলার জেরেই পুরুষ শূন্য বাড়িতে ঢুকে প্রতিপক্ষের লোকজন প্রতিশোধ নিতে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।

মঙ্গলবার বিকেলে পাহাড়পুর গ্রামে নিজ বাড়িতে দাঁড়িয়ে ভুক্তভোগী বৃদ্ধা আনোয়ারা আক্তার একথা জানান।

তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে প্রতিপক্ষ মামলার আসামি মো. জাকির হোসেন, মো. রাতিন, মো. মামুন ও ওমর ফারুক তাদের লোকজন ঘরের টিনে রামদা দিয়ে কুপিয়ে ভিতরে ঢুকে পড়ে। এসময় শো-কেস থেকে নগদ ৩০ হাজার টাকাসহ আনুমানিক দেড় লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। যাওয়ার সময় বাড়ির সামনের ছোট্ট ঘরে আগুন লাগিয়ে দেয়।

এর আগে আসামি পক্ষের লোকজন পূর্ব শত্রুতার জেরে পরিকল্পনা মতে সোমবার (২৬ আগস্ট) সকালে আনোয়ারাসহ তার ছেলে আরব আলী, কলেজছাত্রী নুসরাত আক্তারকে কুপিয়ে জখম করে।

পরে এ ঘটনায় আনোয়ারার ছেলে আরব ছয়জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা (মামলা নম্বর-৪৮) দায়ের করে। এর জের ধরেই বাড়িঘরে লুটপাট ও অগ্নি সংযোগ করে বলে বাদি পক্ষের দাবী।

মামলার তদন্তকারী কর্মকর্তা মডেল থানার উপ-পরিদর্শক নুরুল হক জানান, লুটপাট ও অগ্নি সংযোগের খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে অভিযুক্তদের বাড়িঘরে কেউ না থাকায় কারো সাথে কথা সম্ভব হয়নি।

Exit mobile version