Site icon Jamuna Television

ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা ‘ডাক টাকা’ উদ্বোধন

যুগের সাথে তাল মিলিয়ে মোবাইল ব্যাংকিং সেবা শুরু করলো বাংলাদেশ ডাক বিভাগ। প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ ‘ডাক টাকা’ নামের এই সেবার উদ্বোধন করলেন।

সকালে টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করেন তিনি।  এসময় তিনি বলেন, ‘ডাক টাকার’ মাধ্যমে ব্যাংকিং সেবার আওতার বাইরে থাকা প্রান্তিক জনগোষ্ঠি সুযোগ-সুবিধা পাবে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন।

ডাক টাকা’র মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেন করা যাবে। মার্চেন্ট ও খাত সংশ্লিষ্টদের সাথে ডিজিটাল ইকোসিস্টেমের অংশ হওয়া যাবে। ডাকা টাকার মাধ্যমে কার্ড, অ্যাপ ব্যবহারেরও সুযোগ রয়েছে। সহজেই অ্যাকাউন্ট খুলে পোস্টাল ক্যাশ কার্ডের মাধ্যমে ক্যাশ ইন ও আউট করা যাবে। আগামী তিন মাসের মধ্যে ডাক টাকার বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

Exit mobile version