Site icon Jamuna Television

পি চিদাম্বরমের পর কংগ্রেস নেতা ডিকে শিবকুমার গ্রেফতার

ভারতে সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরমের পর অর্থপাচার মামলায় গ্রেফতার হলেন, আরেক শীর্ষস্থানীয় কংগ্রেস নেতা ডিকে শিবকুমার। আজ তাকে হেফাজতে নিতে আদালতে আবেদন করবে, আর্থিক অনিয়ম মোকাবেলাকারী সংস্থা- ইডি।

পাঁচদিন জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। তবে কারাগারের বদলে মেডিকেল চেক-আপের কথা বলে রাতভর তাকে রাখা হয় দিল্লির একটি হাসপাতালে।

ইডি কর্তৃপক্ষ বলছে, তদন্তে অসহযোগিতার করায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছে তাকে। এর আগে, মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার এবং প্রায় ৪ হাজার কোটি রুপির আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার হন কংগ্রেস এমপি পি চিদাম্বরম। প্রায় দু’সপ্তাহ ধরে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- সিবিআই’র হেফাজতে আছেন বর্ষীয়ান এই নেতা। বিরোধী দলের বিরুদ্ধে এসবই বিজেপি সরকারের রাজনৈতিক ষড়যন্ত্র, অভিযোগ কংগ্রেসের।

Exit mobile version