Site icon Jamuna Television

ভারতীয় ফোনসেট, থ্রি-পিস ও ওষুধসহ আটক ৩

মানিকগঞ্জের শিবালয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফোনসেট, থ্রি-পিচ ও ওষুধসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ভারত থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, শ্যামলী পরিবহণের চালক মামুন, সুপারভাইজার শংকর দে এবং হেলপার রঞ্জু মিয়া।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের উথলী সংযোগ মোড়ে বুধবার রাতে ভারত থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণের দুটি বাসে তল্লাশি চালানো হয়।

এসময় বিভিন্ন মডেলের দামি সাড়ে ৩শ’ ফোনসেটসহ বিপুল পরিমাণ থ্রি-পিচ, ওষুধ উদ্ধার হয়। এঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করা হয়েছে।এব্যাপারে থানায় মামলা হয়েছে।

Exit mobile version