Site icon Jamuna Television

চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য খেলতে নামবে বাংলাদেশ: সাকিব

চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য খেলতে নামবে বাংলাদেশ। একমাত্র টেস্ট সামনে রেখে সংবাদ সম্মেলনে এমন প্রত্যয়ের কথাই জানালেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল ১০টায়।

সাকিব বলেন, মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে হবে আমাদের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগেই পূর্ণ মনোযোগ রাখতে হবে। টেস্ট জিততে হলে এর বিকল্প নেই। এগুলো করতে পারলে আশা করি ভালো কিছু হবে।

তিনি বলেন, ব্যাটসম্যানদের ওপর ভরসা করছি। কয়েক দিন ধরে কঠোর অনুশীলন করছে তারা। মাঠে সেটি বাস্তবায়ন করতে পারলে নিঃসন্দেহে ভালো কিছু হবে।

এই সেরা অলরাউন্ডার আরও বলেন, আমাদের ২০ উইকেট নেয়ার টার্গেট থাকতে হবে। যত দ্রুত তাদের গুটিয়ে দেয়া যায় তত ভালো। স্পিনারদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি পেসারদের অবদান রাখতে হবে। কোনো স্পিনারদের চেয়ে তাদের এগিয়ে থাকতে হবে।

টাইগারদের নতুন কোচ রাসেল ডোমিঙ্গোর প্রথম অ্যাসাইন্টমেন্ট এটি। জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভয়ডরহীন আফগানদের নিয়ে সতর্ক ডোমিঙ্গো।

অন্যদিকে, অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় থাকা রশিদ খানের আফগানিস্তান চাপ নয় উপভোগ করতে চান এই ম্যাচ। দলের অন্যতম শক্তি স্পিন হলেও ব্যাটিংই ম্যাচে পার্থক্য গড়ে দেবে বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

Exit mobile version