Site icon Jamuna Television

শিশুকে গরম পানিতে ঝলসে দেয়ায় ১৪ বছরের কারাদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারায় শিশুকে গরম পানি ঢেলে ঝলসে দেয়ার অভিযোগে মোছা বালা খাতুন নামে এক মহিলাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৪(২)(খ) ধারা মোতাবেক আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেয়া হয়। এছাড়াও আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

বালা খাতুন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রাম কৃষ্ণপুর গ্রামের মৃত জবান কারিকরের স্ত্রী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ অক্টোবর আসামি বালা খাতুনের নাতী মোঃ লিখনের সাথে খেলাধুলা করার সময় রাফিয়া খাতুন নামে এক শিশু সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এসময় বালা খাতুন ঐ শিশু রাফিয়ার গায়ে গরম পানি ছুঁড়ে ঝলসে দেয়।

এই ঘটনায় ভেড়ামারা থানায় মামলা দায়ের করে শিশু রাফিযার দাদা মোঃ শামীম হোসেন।

ভেড়ামারা থানা পুলিশ ২০১৭ সালের ২৬ নভেম্বর আদালতে চার্জশিট জমা প্রদান করে।

কুষ্টিয়া জজ কোর্টের পিপি (নারী ও শিশু) অ্যাড. মেহেদী হাসান সিদ্দিকী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version