Site icon Jamuna Television

বিক্ষোভের মুখে নতি স্বীকার, প্রত্যর্পণ বিল প্রত্যাহারের পথে হংকং

অবশেষে প্রস্তাবিত প্রত্যর্পণ বিলটিকে প্রত্যাহার করে নেয়ার চিন্তা করছে হংকং কর্তৃপক্ষ। এই বিলকে কেন্দ্র করে গত তিন মাসের বেশি সময় ধরে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়ে আছে হংকং।

চীনশাসিত অঞ্চলটির প্রধান নির্বাহী ক্যারি লাম আজ বুধবার বিকাল স্থানীয় সময় ৪টায় প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন বলে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে।

এছাড়া স্থানীয় গণমাধ্যমে সরকারি সূত্রের বরাতেও একই খবর পাওয়া যাচ্ছে।

প্রত্যর্পণ ওই বিলে বিচারের মুখোমুখি করার জন্য হংকংয়ের নাগরিকদের কেউ অপরাধ করলে চীনের মূল ভূখণ্ডে পাঠানোর সুযোগ রাখা হয়েছিল।

এই বিল বাতিলের দাবিতে জুন থেকে হংকংয়ে টানা আন্দোলন চলছে। কখনও কখনও সহিংস হয়ে ওঠা ব্যাপক বিক্ষোভের মুখে আন্দোলনকারীদের শান্ত করতে লাম প্রথমে প্রস্তাবিত বিলকে ‘মৃত’ ঘোষণা করেন। কিন্তু আন্দোলনকারীরা ওই বিল সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রেখেছে।

Exit mobile version