Site icon Jamuna Television

চাঁদপুরে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর:

ধর্ষণ মামলায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে দশটায় শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম এলএলবি তাকে আটক করে।

সোহেল শাহরাস্তি উপজেলার সেনগাঁও গ্রামের আহছানের ছেলে। সে শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোহেলের বিরুদ্ধে কুলসি গ্রামের জনৈক তাজুল ইসলামের মেয়েকে (২০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার দুপরে থানায় অভিযোগ দায়ের করে সোনিয়ার বাবা। অভিযোগের ভিত্তিতে রাতে সোহেলকে আটক করা হয়।

তাজুল ইসলাম মামলায় অভিযোগ করেন দীর্ঘদিন সোহেল তার মেয়েকে কলেজে যাওয়ার সময় উত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সোহেল বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে প্রায়ই ধর্ষণ করতো। গত ৩ আগস্টও তাকে ধর্ষণ করে। এর পর ওই মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দিলে সে মেয়ে ও তার পরিবারকে নানাভাবে ভয়-ভীতি প্রদর্শন করে আসছিল। উপায়ান্তর না পেয়ে গতকাল রাতে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মেয়েটির বাবা।

নির্যাতিত যুবতিকে মেডিকেল টেস্টের জন্য বুধবার চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে। আটক সোহেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version