Site icon Jamuna Television

দোতলায় লাশ, তিন তলায় টুপি, চার তলায় জুতা

ফেনী প্রতিনিধি :

ফেনী শহরের নাজির রোডে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে দশ বছর বয়সী রেজোয়ান হোসেন সিয়াম নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা ছাত্র ফেনীর বায়তুল আমানিয়া হেফজ মাদ্রাসার ছাত্র। তার বাবা আবদুর রহীম মা হাসিনা বেগমের সাথে নাজির রোড এলাকার আবু বকর সড়কে একটি ভাড়া বাসায় থাকে। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।

স্থানীয় ফেনী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি একটি লাশ পড়ে আছে। নির্মাণাধীন ভবনের ৪ তলায় পানিতে জুতা ভাসছে, তৃতীয় তলায় মাথার টুপি, দ্বিতীয় তলায় লাশ পড়ে থাকে। ভবনের দারোয়ান দোতলা থেকে লাশ নিয়ে নিচ তলায় রাখে। তবে ধারণা করা হচ্ছে শিশুটি কোনও কারণে ছাদে উঠলে অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গেছে।

ফেনী মডেল থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম পলাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত ছেলেটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে। অন্যকোনো কারণ আছে কি-না সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে নির্মাণাধীন ভবনের মালিকদের নির্মাণ কাজে অসাবধানতা রয়েছে।

Exit mobile version