Site icon Jamuna Television

যেসব চ্যানেল দেখাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট

দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছেন টাইগাররা। ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সকাল ১০টায়।

একমাত্র টেস্টটি সরাসরি সম্প্রচার করবে দেশীয় চ্যানেল গাজী টিভি।র‌্যাবিট হোল বিডি অ্যাপের মাধ্যমে সরাসরি খেলা দেখতে পারবেন দর্শকরা। বিদেশি ক্রিকেটপ্রেমীদের জন্যও থাকছে সরাসরি খেলা উপভোগ করার সুযোগ।

যুক্তরাজ্যের বাসিন্দারা খেলাটি দেখতে পারবেন স্কাই স্পোর্টস ক্রিকেটে। আফগানিস্তানের নাগরিকরা ম্যাচটি দেখতে পারবেন ওয়ান টিভি চ্যানেলে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্টস, কানাডায় এটিএন ক্রিকেট প্লাস, যুক্তরাষ্ট্রে উইলো টিভি এবং মালয়েশিয়ায় অ্যাস্ট্রো ক্রিকেট এইচডিতে ম্যাচটি সম্প্রচারিত হবে।

টিভির পাশাপাশি ইন্টারনেটেও সরাসরি খেলা দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেট রসিকরা। তাদের এ সুবিধা দিচ্ছে র‌্যাবিট হোল প্রাইম এবং র‌্যাবিট হোল ইউটিউব চ্যানেল।

আলজেরিয়া, বাহরাইন, মাউরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সুদান, সিরিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইরান, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া এবং ইয়েমেনের অধিবাসীদের জন্য থাকছে এই সুবিধা।

Exit mobile version