Site icon Jamuna Television

নওগাঁয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ

নওগাঁয় হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ।

প্রতি বছরের মত এবারও হাঁসাইগাড়ি বিলে বাইচের আয়োজন করে স্থানীয়রা যুবকরা। এতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিযোগীরা অংশ নেয়। নৌকা বাইচ দেখতে হাসাইগাড়ি বিলে জড়ো হয় হাজারো মানুষ।

প্রতিযোগীতায় শিরোপা অর্জন করে নওগাঁ সদরের কুজাগাড়ি দল। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর আসনের এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল। আয়োজকরা জানান, প্রায় দুই যুগ ধরে হাঁসাইগাড়ি বিলে এই নৌকা বাইচের আয়োজন হয়ে আসছে।

Exit mobile version