Site icon Jamuna Television

কলেজ ক্যাম্পাসে ছাত্রের আত্মহত্যা

মা ও বাবার সঙ্গে অভিমান করে বরিশালের গৌরনদী উপজেলায় কাওছার সরদার (২৪) নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে চাম্বুল গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহত কাওছার সরদার উপজেলার ব্রাহ্মনগাঁও গ্রামের সিরাজ সরদারের ছেলে ও বরিশাল কলেজের অনার্সের ছাত্র ছিলেন।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ. রব হাওলাদার জানান, কলেজছাত্র কাওছার সরদার মানসিক ভারসাম্য হারিয়ে দীর্ঘদিন ধরে পাগলামী করছিলেন। তাই অভিভাবকরা চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।

কারণে-অকারণে প্রায়ই সে মা-বাবা ও প্রতিবেশীদের গালাগাল ও ধাওয়া করতেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি বাবাকে গালাগাল ও ধাওয়া করে বাড়ি থেকে বের হন।

পরে তার মরদেহ বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে চাম্বুল গাছের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরাত হাল দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে, ওই কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত ছাড়াই কাওছারের মরদেহ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version