Site icon Jamuna Television

বিয়ে না করায় প্রেমিকের বাড়ি গিয়ে বিষপানে আত্মহত্যা

রাজশাহীর মোহনপুরে বিয়ে না করায় প্রেমিকের বাড়ি গিয়ে বিষপানে আত্মহত্যা করেছে এক কলেজছাত্রী।প্রেমিক মাহাবুর রহমান ও প্রেমিকা জেরিনা খান মামাতো-ফুফাতো ভাই-বোন।

বুধবার দিবাগত মধ্যরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ কলেজছাত্রীর মৃত্যু হয়।

এলাকাবাসীর ভাষ্যমতে, জেরিনার সাথে মাহবুরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মামাতো ভাই তাকে বিয়ে করতে অস্বীকার করে। এতে জেরিনা রাতে উপজেলার মাটিকাটা গ্রামে মামার বাড়িতে এসে বিষপান করে। পরে স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানেই মারা যায়। তার মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এব্যাপারে নগরীর রাজপাড়া থানার ইউডি মামলা হয়েছে।

Exit mobile version