Site icon Jamuna Television

গঠনতন্ত্র অনুযায়ী এরশাদ আমাকে চেয়ারম্যান করেছেন: জিএম কাদের

জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী এইচ এম এরশাদ আমাকে তার স্থলাভিষিক্ত করে গেছেন। প্রেসিডিয়াম সভায় তার অনুমোদনও দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বনানীতে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জিএম কাদের।

এসময়, বিরোধীদলীয় নেতার পদের জন্য পার্লামেন্টারি বোর্ডের বৈঠক প্রয়োজন একথা গঠনতন্ত্রে উল্লেখ নেই জানিয়ে জি এম কাদের বলেন, এজন্য সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত লাগে। যা আমি পেয়েছি। গঠনতন্ত্র নিয়ে বিতর্ক হলে প্রেসিডিয়ামের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হবে। প্রেসিডিয়াম সভায়ও তাকে চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতার দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান জি এম কাদের।

ব্রিফিংয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জি এম কাদের।

Exit mobile version