Site icon Jamuna Television

স্ত্রী ও শিশু সন্তান হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে স্ত্রী ও শিশু সন্তান হত্যা মামলায় প্রধান আসামি মো. ছাবের আলিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শ্বশুর ও শ্বাশুড়িকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

দুপুরে এই রায় ঘোষণা করেন জেলা দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হোসেন।

পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৬ সালে পারিবারিক কলহের জেরে ৬ মাসের শিশুপুত্র এবং গৃহবধূ মাজেদা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী ছাবের আলি। হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ছাবের আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হত্যায় সহযোগিতার অভিযোগে গৃহবধূর শ্বশুর মো. মাহবুব আলী ও শ্বাশুড়ি রেনু আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছে মামলার আরেক আসামি মো. শাহজাহান।

Exit mobile version