Site icon Jamuna Television

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্য, বুধবার গভীর রাতে নাজিমসহ কয়েকজন রাজাপুর সীমান্তের কাছে যায়। এসময় গেদে আমতলা বিএসএফের সদস্যরা তাদেরকে ধাওয়া করে এবং গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় নাজিম। পরে তার লাশ নিয়ে ক্যাম্পের কাছে ফেলে রাখা হয়। স্থানীয়দের মাধ্যমে এক বাংলাদেশির মৃত্যুর খবর পেয়েছে বিজিবি। প্রকৃত ঘটনা জানতে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।

Exit mobile version