Site icon Jamuna Television

জাবিতে আজও প্রশাসনিক ভবন অবরোধ

গাছ কেটে হল নির্মাণ বন্ধসহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা।

সকাল সাড়ে আটটা থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এতে প্রশাসনিক ভবনের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে নিয়মিত ক্লাস-পরীক্ষা হচ্ছে। অবরোধ কর্মসূচিতে শিক্ষকদের একাংশ যোগ দিয়েছে। দুপুরে ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আন্দোলনকারীদের সাথে কথা বলেন। প্রস্তাব দেন সন্ধ্যায় বৈঠকে বসার। নিজেদের মধ্যে আলোচনা করে বিকালে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

Exit mobile version