Site icon Jamuna Television

টাঙ্গাইলে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মির্জাপুর এবং কালিহাতী উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জোকারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের বয়স আনুমানিক ১৫ বছর হবে বলে জানা যায়।

এ ব্যাপারে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, ‘বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন জোকারচর এলাকায় পৌঁছলে এক ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি রেল পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

অপরদিকে মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সকালে উপজেলার কুর্নি এলাকায় পৌছলে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

Exit mobile version