Site icon Jamuna Television

সাপ-কুমির নিয়ে ভারতীয়দের ওপর হামলার হুমকি পাক অভিনেত্রীর!

কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর ভারত-পাকিস্তানের সর্ম্পক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতের সাথে বাণিজ্য ও কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করেছে পাকিস্তান। বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে ভারতের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করে যাচ্ছে দেশটি। এরই মধ্যে দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনায় ঘটেছে। এতে হতাহত হয়েছেন দুই দেশেরই বেশ কয়েকজন।

কাশ্মির ইস্যুতে এবার ব্যতিক্রমী বার্তা দিলেন পাক অভিনেত্রী রবি পিরজাদা। তিনি সাপ ও কুমির নিয়ে ভারতের ওপর হামলা করার হুমকি দেন।

পাক অভিনেত্রী বলেন, ভারতের সীমান্তে গিয়ে এই সাপ এবং কুমিরগুলো তিনি ছেড়ে দিয়ে আসবেন। ভারতীয়রা যাতে এবার নরকে যাওয়ার জন্য তৈরি হয়ে যান।

Exit mobile version