Site icon Jamuna Television

তিতাসের মৃত্যু: ডিসি-সচিবের দোষ পায়নি তদন্ত কমিটি

মাদারীপুর কাঁঠালবাড়ি ফেরিঘাটে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় দায় নেই সেই যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডলের। মাদারীপুর জেলার ডিসিরও কোনো দায় খুঁজে পায়নি তদন্ত কমিটি। আজ এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে দাখিল করা হয়েছে।

প্রতিবেদনটি হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে দাখিল করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এ ঘটনার তদন্ত প্রতিবেদনে কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন, ঘাটের প্রান্তিক সহকারী খোকন মিয়া এবং উচ্চমান সহকারী ও গ্রুপ প্রধান ফিরোজ আলমকে দায়ী করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জুলাই রাতে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে সড়ক দুর্ঘটনায় আহত তিতাসকে নিয়ে একটা অ্যাম্বুলেন্স ঘাটে যায়। কিন্তু এটুআই প্রকল্পের যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডলের জন্য প্রায় তিন ঘণ্টা ফেরি আটকে রাখা হয়। ফেরি ছাড়ার পর মাঝ নদীতে অ্যাম্বুলেন্সেই তিতাসের মৃত্যু হয়।

Exit mobile version