Site icon Jamuna Television

৭৪ বছর বয়সে মা হলেন এই নারী

এবার ৭৪ বছর বয়সে সন্তানের জন্ম দিয়ে আলোচনায় আসলেন এক ভারতীয় নারী।

বৃহস্পতিবার ভারতের অন্ধ্রপ্রদেশের গুনটুরে অহল্যা নার্সিং হোমে যমজ সন্তানের জন্ম দেন ওই নারী। খবর এনডিটিভি’র।

ডাক্তাররা জানান, আইভিএফ পদ্ধতিতে গর্ভবতী হয়েছিলেন ৭৪ বছর বয়সে সন্তানের জন্ম মাঙ্গায়াম্মা। চার চিকিৎসকের একটি দল তার সিজারিয়ান অপারেশন করেন।

এদিকে ৫৪ বছর সন্তানহীন দাম্পত্য কাটানোর পর সন্তানের জন্ম দিতে পেরে অত্যন্ত খুশি মাঙ্গায়ামা ও তার স্বামী রাজা রাও।

চিকিৎসকরা জানিয়েছেন, মা ও সন্তানদের আগামী ক’দিন পর্যবেক্ষণে রাখা হবে।

Exit mobile version