Site icon Jamuna Television

হারিকেন ডোরিয়ানের তাণ্ডবে লণ্ডভণ্ড বাহামা দ্বীপপুঞ্জ

হারিকেন ডোরিয়ানের তাণ্ডবে লণ্ডভণ্ড বাহামা দ্বীপপুঞ্জ। জরুরি ভিত্তিতে ৭৫ হাজারের বেশি মানুষের সহায়তা প্রয়োজন। বৃহস্পতিবার এই আবেদন জানায় বিশ্ব খাদ্য সংস্থা- WFP।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অ্যাবাকো দ্বীপ। সেখানকার উপকূল, দোকানপাট, কর্মস্থল, হাসপাতাল এমনকি বিমানবন্দরও তছনছ হয়ে গেছে প্রলয়ংকারী ঝড়ে। ক্যাটাগরি-ফাইভ হারিকেনের তাণ্ডবে এখন পর্যন্ত দ্বীপপুঞ্জে ২০ জনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে সরকার। ১৩ হাজারের বেশি ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে।

ব্রিটিশ রয়েল নেভি এবং জ্যামাইকার সেনাবাহিনী দ্বীপপুঞ্জে দিচ্ছে জরুরি সহায়তা। হারিকেন ডোরিয়ান কিছুটা দুর্বল হয়ে পড়লেও; যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনা উপকূলে সৃষ্টি করেছে বন্যা পরিস্থিতির। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪ জন। এদিকে, সাউথ ক্যারোলাইনা ও জর্জিয়া রাজ্যে ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে দু’লাখের বেশি ঘরবাড়ি ও স্থাপনা।

Exit mobile version