Site icon Jamuna Television

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মুক্তিযুদ্ধ বিষয়ক আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু খুনি। বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করেছেন। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতে ত্রিপুরা রাজ্যের আগারতলা যাওয়া সময় আখাউড়া চেকপোষ্টে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ কাজ প্রায় শেষ পর্যায়ে। এই মাসের মধ্যে তা অনুমোদন দেওয়া হবে। তাছাড়া আগামী জুলাই মাস থেকে সকল সুযোগ সুবিধা পাবে তারা।

আ.ক.ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার ভূমিকা বলে শেষ করা যাবে না। সে দিন তারা আমাদের বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিল।

উল্লেখ্য মুক্তিযোদ্ধা বিষয়ক আ.ক.ম মোজাম্মেল হক মহান মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করা কয়েকটি সংগঠনের আমন্ত্রণে ভারতের ত্রিপুরা যাচ্ছেন ও সেখানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্থান গুলো পরিদর্শন করবেন। পাশপাশি তিনি ভারতে ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথেও বৈঠক করার কথা রয়েছে।

Exit mobile version