Site icon Jamuna Television

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি পদ্ধতি চালুর দাবিতে মানববন্ধন

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি পদ্ধতি দ্রুত চালুর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে এমপিওভুক্ত শিক্ষক বদলি বাস্তবায়ন কমিটি।

দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে কমিটির সদস্যরা এমপিওভুক্ত কলেজে ২০২০ সালের মধ্যে বদলী প্রজ্ঞাপন দাবি জানান। তারা বলেন, বদলী পদ্ধতি চালু হলে শিক্ষার গুনগত মান বৃদ্ধি পাবে। মাত্র এক হাজার টাকায় বাসা ভাড়া নিয়ে দেশের কোথাও পরিবার নিয়ে থাকা সম্ভব নয়, তাই দ্রুত এই পদ্ধতি চালু হলে হাজারো শিক্ষক তার সুবিধা ভোগ করতে পারবেন বলে জানান বক্তারা।

Exit mobile version