Site icon Jamuna Television

গণতন্ত্র হত্যায় কোনো দল ট্রফি পেলে তা পাবে আওয়ামী লীগ: জয়নুল আবদিন ফারুক

গণতন্ত্রকে হত্যার দায়ে যদি কোন দলকে ট্রফি দেয়ার প্রয়োজন হয় তবে সেই ট্রফি পাবে আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের আয়োজনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে আয়োজিত মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি।

ফারুক বলেন, মানবিক দিক বিবেচনা করে হলেও খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত। এই সরকার জনগণের কথা শুনে না কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত নয়। বাংলাদেশে গণতন্ত্র নেই বলেই বেসরকারি টেলিভিশনে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরা সম্ভব হয় না বলেও জানান তিনি।

Exit mobile version