Site icon Jamuna Television

আবারো কোচিংয়ে ফিরছেন ম্যারাডোনা

আবারো কোচিংয়ে ফিরছেন ম্যারাডোনা। প্রায় এক বছর পর আবারো ডাগআউটে দেখা যাবে আর্জেন্টাইন এই কিংবদন্তিকে। আজই আর্জেন্টিনার ক্লাব জিমনাসিয়ার কোচের দায়িত্ব নিয়েছেন ম্যারাডোনা। এর আগে সবশেষ মেক্সিকোর দ্বিতীয় বিভাগের ক্লাব দোরাদোস দা সিনালোয়ানে বছর খানিক কোচের দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। তবে হাঁটুর অস্ত্রোপচারের কারণে গত জুলাইয়ে দায়িত্ব ছেড়ে দেন তিনি। নতুন ক্লাবে সহকারী কোচ হিসেবে আরেক কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে পেতে চেয়েছিলেন ম্যারাডোনা। তবে অসুস্থতার কারণে প্রস্তাব নাকোচ করে দেন বাতিগোল।

Exit mobile version