Site icon Jamuna Television

কানাইয়া ও উমর খালিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা নয়: দিল্লি সরকার

ভারতের দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) প্রাক্তন ছাত্রসংসদ সভাপতি ও আরেক ছাত্রনেতা উমর খালিদ সহ আরও নয়জন ছাত্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীতার মামলা নাকচ করে দিল দিল্লি সরকার একইসাথে পুলিশকে এই মামলা না চালানোর নির্দেশও দেয়া হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যমগুলোর। কানাই

২০১৬ সালে জেএনইউতে এক অনুষ্ঠানে কানাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী শ্লোগান দেয়ার অভিযোগ আনে দিল্লি পুলিশ। তবে পরবর্তীতে পুলিশের অভিযোগ পর্যবেক্ষণ করে দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কানাইয়া, উমর খালিদ সহ অন্য নয়জন আদৌ কোনও রাষ্ট্রদ্রোহীতামূলক কাজ করেনি।

মন্ত্রণালয় জানায়, তাদের বিরুদ্ধে জমা করা হয়েছে তা দুর্বল ও প্রমাণহীন। আর তারা যেহেতু ছাত্র ছিলেন ফলে এধরণের মামলা দায়ের হলে তাদের ভবিষ্যত বিপন্ন হতে পারে।

এদিকে কানাইয়ার বিরুদ্ধে এ ধরণের অভিযোগ আনার পর থেকেই নানা দিক থেকে সমালোচনার শিকার হচ্ছে বিজেপি সরকার।

Exit mobile version