Site icon Jamuna Television

যশোরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোর শহরের পালবাড়ি বাস-স্ট্যান্ডে শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি যশোর জনতা ব্যাংক আর এন রোড মহিলা শাখায় প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোর সদরের বোলপুর গ্রামে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জানান, সন্ধ্যা ৭াটর দিকে মোটরসাইকেলযোগে আজিজুর রহমান শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পালবাড়ি বাস-স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। ট্রাকটি তার মাথার উপর দিয়ে চলে যায়।

ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি ভাংচুর করেছে। চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যায়।

Exit mobile version