Site icon Jamuna Television

গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত দুই কিশোর

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলায় প্রাণ হারিয়েছে দুই কিশোর। শুক্রবার, আন্দোলনে ছোঁড়া গুলিতে আহত হয়েছেন কমপক্ষে ৭৬ জন।

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানায়, যাদের মধ্যে ৪৫ জনকে লক্ষ্যস্থির করে গুলি ছোঁড়া হয়। কারণ, তাদের শরীরের উপরের অংশে এসে লেগেছে গুলি। জুমার নামাজের পর গাজা উপত্যকার সীমান্ত দেয়ালের কাছে বিক্ষোভ করেন কমপক্ষে ৫ হাজার মানুষ। ‘মার্চ ফর রিটার্ন’ কর্মসূচির অংশ হিসেবেই এ প্রতিবাদ-সমাবেশ।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সাড়ে ৬ হাজারের মতো ছিলো বিক্ষোভকারী। যারা সেনাদের লক্ষ্য করে ইট-পাটকেল আর জলন্ত টায়ার ছুঁড়ে মারছিলো। তাদের ছত্রভঙ্গ করতেই চালানো হয় এলোপাতাড়ি গুলি। ২০১৮ সাল থেকে নিজ ভূমিতে ফেরার আন্দোলন ‘গ্রেট মার্চ ফর রিটার্ন’ কর্মসূচি চালাচ্ছে ফিলিস্তিনিরা।

Exit mobile version