Site icon Jamuna Television

বিজ্ঞানে ব্যর্থতা বলে কিছু নেই: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমরা আত্মবিশ্বাসী। সফল আমরা হবোই। লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমরা দাঁড়াবো না। বিজ্ঞানে ব্যর্থতা বলে কিছু নেই। কাল নতুন ভোর হবে আর সেটি আরও উজ্জ্বল হবে। বিজ্ঞানীরা পাথর ভেঙে পথ তৈরির মানুষ। হয়তো চন্দ্রযানের অভিযান সফল হয়নি কিন্তু দারুণ হয়েছে।

ভারতের চন্দ্র অভিযান ব্যর্থ হওয়ার পর আজ শনিবার সকালে জাতির উদ্দেশ্য দেয়া ভাষণে এমন কথা বলেন মোদি।

দেশটির মহাকাশ গবেষণা সংস্থা- ইসরো জানায়, চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র দুই দশমিক ১ কিলোমিটার পথ বাকি থাকতে গ্রাউন্ড স্টেশনের সাথে ল্যান্ডার ‘বিক্রম’-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এসময় ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, এই পুরো মিশন ঘিরে দেশবাসী ভীষণ উত্তেজিত ছিলেন। আমি নিজেও সব সময় এর খবর রাখছিলাম। যা হয়েছে সেটা বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফল। বিজ্ঞানীদের পাশাপাশি আমি তাদের পরিবারকেও স্যালুট জানাচ্ছি।

মোদি বলেন, আমাদের চাঁদ নিয়ে নানা কল্পনা রয়েছে। এ ঘটনার মাধ্যমে চাঁদকে ছোঁয়ার ইচ্ছা আরও প্রবল হয়েছে। আমরা সবাই একসঙ্গে আমাদের বিজ্ঞানীদের পাশে দাঁড়িয়ে রয়েছি।

Exit mobile version