Site icon Jamuna Television

জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে পিটিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:

জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাকে পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। শনিবার রাত ২টার দিকে শহরের চিত্রা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রেজাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শহরের চিত্রা পাড়ায় ভাড়া বাসাতে থাকতো জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা। রাতে দলীয় কাজ শেষ করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা সভাপতি জাকারিয়া হোসেন রাজাকে নিয়ে তার বাসার সামনে আসলে ৬ থেকে ৭ জন এসে প্রথমে রেজাকে উপর্যুপুরি মারতে থাকে। এসময় রাজা এগিয়ে আসলে তার উপরও হামলা চালায় দূর্বৃত্তরা।

পরে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে সে আশংকা মুক্ত তবে কে বা কারা হামলা করেছে তা এখনো জানা যায়নি ।

ছাত্রলীগের সভাপতি জাকারিয়া রাজার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি ।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে তিনি জানান এ বিষয়ে এখনো কোন অভিযোগ করা হয়নি।

Exit mobile version