Site icon Jamuna Television

জাতীয় পার্টি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়: কাদের

জাতীয় পার্টি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়, তাই তাদের দলে কি হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় নয়। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মন্ডলীর বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, কাল থেকে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের কারণ দর্শানো চিঠি পাঠানো শুরু হবে। সবাইকে তিন সপ্তাহের সময় দেয়া হবে বলেও জানান তিনি। প্রায় ১৫০ জনকে বিদ্রোহী প্রার্থীকে শোকজ লেটার পাঠানা হবে। এরমধ্যে মদদদাতা হিসাবে সংসদ সদস্য, কেন্দ্রীয় নেতা, মন্ত্রী ও যাদের নামে অভিযোগ আছে তারাও আছেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Exit mobile version