Site icon Jamuna Television

দেশের সবচেয়ে সম্ভাবনাময় দলের নাম জাতীয় পার্টি: জিএম কাদের

এই মুহূর্তে দেশের সবচেয়ে সম্ভাবনাময় দলের নাম জাতীয় পার্টি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার দুপুরে বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাপার (কাজী জাফর) নেতা এ আর আহমেদ সেলিমের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় জিএম কাদের জানান, প্রেসিডিয়াম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ নভেম্বর জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, ম্যাডামকে আমরা সর্বোচ্চ আসনে রাখবো। পদ-পদবি পেলেই কেউ বড় হয়ে যায় না। আমরা জাতীয় পার্টি ভাঙতে দিতে দেব না। সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। আশা করি ম্যাডাম বুঝতে পারবেন নেতাকর্মীরা কি চায়।

আরেক প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম এমপি বলেন, কুমিল্লার মানুষ বুঝতে পেরেছেন জাতীয় পার্টিতে জি এম কাদের সাহেব কে কত দরকার। তার নেতৃত্ব জাতীয় পার্টি এগিয়ে যাবে। বাইরে থেকে আপনারা যেসব কথা শুনছেন তা বিশ্বাস করবেন না। জাতীয় পার্টি এগিয়ে যাবে।

Exit mobile version