Site icon Jamuna Television

ইহুদিদের নাগরিকত্ব দেবে সুদান

দেশ ত্যাগ করা ইহুদিদের নাগরিকত্ব দেবে সুদান। যারা কয়েক বছর আগে দেশ ছেড়ে চলে গিয়েছেন ইতিমধ্যে তাদের সুদানে ফেরারও আহ্বান জানানো হয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

শুক্রবার ধর্মমন্ত্রী নসর-উদ্দিন মোফারাহ জানিয়েছেন, ইহুদিদের ফিরে আসা উন্মুক্ত। তারা এখন অন্যান্য জাতিগত গোষ্ঠীর মতো নাগরিকত্ব উপভোগ করতে পারবেন।

আল-আরাবিয়া টিভিতে ধর্মমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, সুদান বিভিন্ন ধারণা, মূল্যবোধ, সংস্কৃতি এবং বুদ্ধিভিত্তিক অনুপ্রেরণাকে স্বাগত জানায়।

দেশটিতে থাকা খ্রিস্টান ও ইহুদি এবং যারা চলে গিয়েছিলেন তাদের কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অন্যান্য ধর্মাবলম্বীদের স্বাগত জানানো হচ্ছে।

এ সময় তিনি চলে যাওয়া ইহুদিদের ফিরে আসার আহ্বান জানান। তাদের নিজেদের অধিকার এবং নাগরিকত্ব নেয়ার কথা উল্লেখ করে নসর-উদ্দিন বলেন, সুদান নাগরিক রাষ্ট্র।

Exit mobile version