Site icon Jamuna Television

মাদারীপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে। স্কুল ছাত্রীর পরিবারের পক্ষ থেকে শনিবার বিকেলে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কালিকাপুর গ্রামের আক্তার মাতুব্বরের ছেলে আশরাফ মাতুব্বর (২৭) এর বিরুদ্ধে একই এলাকার বাড়ির পাশের অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে ধর্ষণের অভিযোগে স্কুল ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এ বিষয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল ছাত্রীর পরিবার। ধর্ষণের শিকার ঐ শিক্ষার্থী কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

ধর্ষিতার বড় ভাই বলেন, ‘শুক্রবার সন্ধ্যার সময় আমার বোন পাশে চাচার বাড়ী যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। এ সময় আশরাফ আমার বোনকে কৌশলে কোল্ড-ড্রিংকস এর সাথে অচেতন করার ঔষধ মিশিয়ে পান করতে দেয়। এক পর্যায়ে আমার বোন অচেতন হয়ে পড়লে আশরাফ তাকে বাড়ির পিছনে নিয়ে রাতভর ধর্ষণ করে। সারারাত আমরা বোনকে খুঁজতে থাকি। ভোররাতে আমরা বাড়ির পিছন থেকে আশরাফ ও বোনকে উদ্ধার করি। এ সময় থানার পুলিশকে খবর দিলে কৌশলে আশরাফ পালিয়ে যায়। পরে বোনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করি। আমি আমার বোনের ধর্ষণকারীর কঠোর শাস্তির দাবি জানাই।’

মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহাবুব আবির বলেন, ‘একটা মেয়ে ধর্ষণের অভিযোগে হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সওগাতুল আলম বলেন, ‘কালিকাপুর এলাকা থেকে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। ঘটনার সত্যতা পেলে ধর্ষককে আইনের আওতায় আনা হবে।’

Exit mobile version