Site icon Jamuna Television

বাউফলে আসামির বাড়ি‌তে ডে‌কে বাদি‌কে পি‌টি‌য়ে হত্যার অভি‌যোগ

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধিঃ

পটুয়াখালীর বাউফ‌লে পূর্ব-শত্রুতার জে‌রে মামলার বাদী ক‌বির হো‌সেন‌কে আসামীরা তা‌দের বাড়ী‌তে ডে‌কে নি‌য়ে পি‌টি‌য়ে হত্যা করা হ‌য়ে‌ছে ব‌লে অভিযোগ করা হ‌য়ে‌ছে নিহ‌তের প‌রিবার থে‌কে।

আজ শনিবার বিকা‌লে উপ‌জেলার কনক‌দিয়া ইউ‌নিয়‌নের কম্বুখালী গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে ক‌বিরকে বাউফল উপ‌জেলা স্বাস্থ্যকম‌প্লে‌ক্সে আনা হ‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক জানান, হাসপাতা‌লে আনার অনেক আগে ক‌বি‌রের মৃত্যু হয়।

ঘটনার পর তাৎক্ষণিকভাবে পু‌লিশ ঘটনাস্থলে উপ‌স্থিত হ‌য়ে কুদ্দুস না‌মের একজন‌কে ঘটনার সা‌থে জ‌ড়িত থাকার অভিযোগে আটক ক‌রে‌ছে।

ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে যমুনা নিউজকে বাউফল থানার ওসি খোন্দকার মোস্তা‌ফিজুর রহমান জানান, কিছু‌দিন আগে জ‌মিজমা নি‌য়ে বি‌রো‌ধের জে‌রে নিহ‌তের ছে‌লে‌কে মারধর ক‌রে কুদ্দুস গংরা। এ ঘটনায় ক‌বির হো‌সেন বাদী হ‌য়ে কুদ্দুসসহ ক‌য়েকজন‌কে আসামী ক‌রে বাউফল থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।

নিহ‌তের প‌রিবা‌রের সদস্য‌দের বরাত দি‌য়ে ওসি আরো জানান, আজ শেষ বিকা‌লে ক‌বির‌কে আসামীরা তা‌দের বাড়ী‌তে ডে‌কে নি‌য়ে মারধর ক‌রে। এসময় ক‌বির মারা যায়।

Exit mobile version