Site icon Jamuna Television

গাজীপুরে রেস্টুরেন্টে বিস্ফোরণ, আহত ১৭

গাজীপুর বোর্ডবাজার এলাকায় রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেয়াল ধসে পথচারিসহ ১৭ জন আহত হয়েছেন। দগ্ধ ৬ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে, ১১ জনকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত দুইটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বোর্ডবাজার এলাকায় পাশাপাশি অবস্থিত রাধুনি হোটেল ও তৃপ্তি হোটেলে বিস্ফোরণ ঘটে। তবে মূল বিস্ফোরণ হয় রাধুনি হোটেলে। এতে ভবনের নিচের পুরো ফ্লোর ধসে গেছে। সামনের দেয়াল ভেঙে নিশ্চিহ্ন হয়ে গেছে। প্রচণ্ড শব্দে ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ভবন ও সড়কের অপর পাশের মসজিদও। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

তদন্ত করে জানা যাবে বিস্ফোরণের কারণ। তবে রাধুনি হোটেলের মালিক দাবি করেন, হোটেলের ভেতরে কোনো গ্যাস সিলিন্ডার রাখা হয় না। মূল স্তম্ভ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ।

Exit mobile version