খুলনা প্রতিনিধি:
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় সকালে সড়ক দুর্ঘটনায় আবদুস সামাদ নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সামাদ ব্র্যাক ব্যাংক গোপালগঞ্জ শাখার কর্মকর্তা।
পুলিশ জানায়,সকাল সাতটার দিকে আবদুস সামাদ মটরসাইকেলযোগে কেশবপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। তিনি খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় পৌঁছালে ডুমুরিয়াগামী বালু বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

