Site icon Jamuna Television

সেরেনােকে হারিয়ে চ্যাম্পিয়ান ১৯ বছরের বিয়াঙ্কা

আবারো অঘটনের শিকার মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। নারী এককের ফাইনালে এবার বিয়ানকা আন্দ্রেয়েস্কোর কাছে সরাসরি সেটে হেরে শিরোপা বিসর্জন দিতে হয়েছে তাকে।

বিপরীতে প্রথমবারের মতো গ্র্যান্ডস্ল্যামের কোন আসরের ফাইনালে উঠেই বাজিমাত কানাডিয়ান টিনএজার আন্দ্রেয়েস্কো। ফ্ল্যাশিং মিডোতে অভিষেক গ্র্যান্ডস্লামেই ট্রফি জয়ের কৃতিত্ব এখন শুধু আন্দ্রেয়েস্কোর। আর এই হারে মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডে ভাগ বসানো হলো না সেরেনা উইলিয়ামসের।

প্রথম সেট হেরে বসেন ৬-৩ গেইমে। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা ৩৭ বছর বয়সি এই তারকার। ৫-১ গেইমে পিছিয়ে থাকার পর টানা চার গেইম জিতে ৫-৫ সমতা ফেরান সেরেনা। কিন্তু পরের দুই গেইম জিতে ইতিহাস গড়েন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো।

Exit mobile version