Site icon Jamuna Television

ঝিনাইদহে ১২ পিস স্বর্ণের বারসহ ১ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ১২ পিস স্বর্ণের বারসহ শরিফ উদ্দিন নামের একজনকে আটক করেছে র‌্যাব-৬।

রোববার ভোররাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পৌর এলাকার বিসিক শিল্প নগরীর সামনে থেকে তাকে আটক করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিসিক শিল্প নগরীর সামনে চেকপোস্ট বসায় তারা। এসময় ঢাকা থেকে দর্শনাগামী পুর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি করে শরিফ উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় জুতার নিচে লুকানো অবস্থায় ১২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১ কেজি ৪’শ গ্রাম।

আটককৃত শরিফ উদ্দিনের বাড়ী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পাড়ায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version