Site icon Jamuna Television

জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৩৯৮ রান

বৃষ্টির বাধায় প্রায় ২ ঘন্টা দেরীতে শুরু হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের চতুর্থ দিনের খেলা। দিনের শুরুতে ৮ উইকেটে ২৩৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে আফগানিস্তান।

চতুর্থ দিন শেষে আফগানদের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ সবগুলো উইকেট হারিয়ে ২৬০ রান। ফলে জিততে হলে টাইগারদের প্রয়োজন এখন ৩৯৮ রান।

নিজেদের প্রথম ইনিংসে রহমত শাহর ইতিহাস গড়া সেঞ্চুরিতে দলীয় সর্বোচ্চ ৩৪২ রান সংগ্রহ করে আফগানরা। জবাবে প্রথম ইনিংসে ২০৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

আজ বৃষ্টির কারণে খেলা শুরু হয় ১১ টা ৫০ মিনিটে। ফলে মধ্যাহ্ন বিরতি হবে ১ টা ৪০ মিনিটে। ১ টা ৪০ থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত হবে দ্বিতীয় সেশনের খেলা।

এই টেস্টে জিততে হলে রেকর্ড গড়ে জিততে হবে টাইগারদের। চট্টগ্রামে চতুর্থ ইনিংসে ব্যাট করে এখনও পর্যন্ত কোন ম্যাচ জিতেনি সাকিব-মুশফিকরা।

Exit mobile version