Site icon Jamuna Television

মহানন্দা নদী থেকে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ শহরের সিএন্ডবি ঘাট এলাকায় মহানন্দা নদী থেকে রবিবার সকালে ২৫/২৬ বছর বয়সের অজ্ঞাতনামা এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই গোলাম সারোয়ার জানান, ভোরে মহানন্দা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সকাল ৭টার দিকে নদী থেকে লাশ উদ্ধার করে। তাৎক্ষনিকভাবে লাশের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, যুবকের লাশটি গলিত। ময়না তদন্ত হলে মৃত্যুর কারণ জানা যাবে। লাশের পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি আছে। তার প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই গোলাম সারোয়ার।

Exit mobile version