Site icon Jamuna Television

তিন দফা দাবিতে জাবিতে শিক্ষকদের কর্মসূচি

গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদসহ তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি,পদযাত্রা ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা।

রোববার দুপুরে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে পুরাতন রেজিস্টার ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

রবীন্দ্রনাথ ঠাকুর হল সংলগ্ন এলাকা থেকে নির্মাণাধীন হল অন্যস্থানে স্থানান্তর, অধিকতর উন্নয়নে প্রকল্পের মাস্টারপ্ল্যান পুনর্বিন্যাস এবং দুর্নীতি ও লুটপাটের বিচার বিভাগীয় তদন্তের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। অবিলম্বে এসব দাবি মানা না হলে ক্যাম্পাসে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

অন্যদিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের।

Exit mobile version