Site icon Jamuna Television

রেলের যতটুকু জমি প্রয়োজন তা উদ্ধার করা হবে: রেলমন্ত্রী

রেলওয়ের প্রয়োজনে যতটুকু জমি প্রয়োজন তা উদ্ধার করা হবে। রেলওয়ের উন্নয়নের সাথে সাথে যে সব রেলওয়ের জমি অবৈধ দখলদারদের দখলে রয়েছে সেগুলো আসতে আসতে দখলমুক্ত করা হবে।

আজ রোববার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউন্সে বাংলাদেশ রেলওয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর সৈয়দপুরে অবৈধভাবে রেলওয়ের দখলকৃত জমি উদ্ধারের জন্য যে গণ-নোটিশ জারী করা হয়েছে তারই প্রেক্ষিতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

Exit mobile version