Site icon Jamuna Television

কুমিল্লায় বিজিবির ২ দিনব্যাপী কর্মশালা

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় বিজিবির দুই দিনব্যাপী সীমান্ত ব্যবস্থাপনা ও আইনের যথাযথ প্রয়োগ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।

রবিবার কুমিল্লায় বিজিবি ১০ ব্যাটালিয়ন এর সদর দপ্তরের শালবন মাল্টিপারপাস হলে এই কর্মশালা শুরু হয়।

বিজিবি ১০ ব্যাটালিয়ন এর উদ্যোগে দুই দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবি সরাইল রিজিওনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন।

উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার মোঃ আবু মোহাম্মদ মহিউদ্দিন।

কর্মশালায় বিজিবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Exit mobile version