Site icon Jamuna Television

কাবা‌ডি খেলা নি‌য়ে দুই প‌ক্ষের সংঘর্ষ, আহত ৭

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি:

পটুয়াখালীর দুমকিতে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের খেলোয়াড়ের উপর অর্তকিত হামলার ঘটনা ঘটেছে। প‌রে দুইপক্ষই এ সংঘর্ষে জ‌ড়ি‌য়ে প‌রে। এতে ৭ জন খেলোয়াড় আহত হয়েছেন। আহত ৭ শিক্ষার্থী খেলোয়াড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ: আজিজ জানান, রবিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মাঠে কাবাডি প্রতিযোগিতায় দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয় বনাম পাঙ্গাশিয়া এবিএন মাধ্যমিক বিদ্যালয় দলের ফাইনাল খেলা শুরু হয়। খেলায় ১পয়েন্টে এগিয়ে থাকা এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা অপর পক্ষের ১ জন খেলোয়াড়কে ধরে ফেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হট্টগোল বাঁধে। এক পর্যায়ে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ ছাত্ররা মিলে প্রতিপক্ষের খেলোয়াড়দের ওপর অতর্কিত হামলা চালায় এতে খেলা পণ্ড হয়ে যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিসেস বদরুন্নাহার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে ঘটনাটি মিমাংসার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।

দুমকী থানার ও‌সি জানান, তিনজন আহত হ‌য়ে‌ছে তা‌দের‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

Exit mobile version