Site icon Jamuna Television

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ৩ দিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে মামার বাড়ি যাবার পথে এস এম অজিজিয়া উচচ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে তুলে নিয়ে তিন দিন আটক রেখে দলবেধে ধর্ষণের অভিযোগ উঠেছে তিন বখাটে বিরুদ্ধে। এর পর স্থানীয়দের সহযোগিতায় রবিবার বিকালে নির্যাতিত শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

এর আগে শুক্রবার সন্ধায় রায়পুরের মেঘনা বাজার এলাকায় শিক্ষার্থীর মামার বাড়ি যাওয়ার পথে তাকে তুলে নিয়ে যায় চর ইন্দুরিয়া এলাকার রাজিব,রাকিব ও হৃদয়সহ তিন যুবক। পরে তারা চর ইন্দুরিয়া মেঘনা বাজার এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে গণধর্ষণ করে। এর পর নির্যাতিত শিক্ষার্থী অচেতন হয়ে পড়লে তারা শিক্ষার্থী বেঁধে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে রায়পুর থানায় পাঠায়। পরে মেডিকেল পরীক্ষার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে উদ্ধার করি।

Exit mobile version