Site icon Jamuna Television

মৃত্যুর আগে দেয়া আবেগঘন স্ট্যাটাসে যা বলেছিলেন মুরসির ছেলে

সদ্য প্রয়াত মিসরের সাবেক প্রেসিডেন্ট ড. মুরসির ছোট ছেলে আব্দুল্লাহ মুরসি গত ৪ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাবার মৃত্যুর ৩ মাস পরে ছেলের মৃত্যু হলো।

তরুণ রাজনীতিক আব্দুল্লাহর মৃত্যুর পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ আলোচনায় রয়েছে। মৃত্যুর আগে তার দেয়া এক আবেগঘন স্ট্যাটাস থেকেও বিশ্লেষকদের নানা ধারণা জন্ম নিয়েছে।

বাবা মুরসিকে উদ্দেশ্য করে ছেলের লেখাটি প্রকাশ করে আল-জাজিরা। আরবিতে লেখা স্ট্যাটাসটির অনুবাদ অনেকটা এরকম–‘আল্লাহর শপথ! হে আমার পিতা! আমার অন্তর সুস্থ হবে না, আমার ভাঙা হৃদয় জোড়া লাগবে না এবং আমার দুশ্চিন্তাও দূর হবে না; যতক্ষণ না আমি আপনার সঙ্গে আপনারই পথে মিলিত হই। (যদি আমার আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করেন) তাহলে এরপর আমার জীবনে দুনিয়ার আর কোনো আকর্ষণ ফিরে আসবে না।’

Exit mobile version