Site icon Jamuna Television

‘৬ মাসেই বদলে যাবে বাংলাদেশের ক্রিকেট’

খাদের কিনারায় বাংলাদেশের ক্রিকেট! হেরেই চলেছে পাইপলাইনের ‘এ’ দল কিংবা হাইপারফরমেন্স দল। জাতীয় দল খাবি খেয়েছে শ্রীলঙ্কায়। ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় ছিলো আফগানিস্তানের বিপক্ষে টেস্টে। কিন্তু সেখানেও ঘাড়ে নিশ্বাস ফেলছে পরাজয়। সদ্য টেস্ট খেলতে নামা আফগানরা রীতিমতো ছড়ি ঘুরাচ্ছে ১৯ বছর টেস্ট খেলা এক দলের উপর। কিন্তু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, বাংলাদেশ ক্রিকেটের এই দূরাবস্থা নাকি ৬ মাসের মধ্যেই কেটে যাবে!

আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টাইগারদের পরিকল্পনার সবটুকুই ভুলে ভরা ছিল বলে মনে করেন বোর্ড সভাপতি। প্রশ্ন তুলেছেন সৌম্য-লিটনদের টেস্ট টেম্পারমেন্ট নিয়ে। বলেছেন, এখানে সবাই টেস্ট খেলার মতো না, তবু নানা দিক বিবেচনায় তাদের আমরা খেলাচ্ছি।

মাত্র ৬ মাসেই নাকি গোটা ক্রিকেটের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। বলেছেন, যেটি দেখছেন সেটি আসল অবস্থা নয়। আমাদের পরিকল্পনা আছে। সব বাস্তবায়ন করা গেছে সহসা সমগ্র চিত্র বদলে যাবে।

Exit mobile version