Site icon Jamuna Television

এবার মুম্বাইয়ে তৈরি হচ্ছে ডিটেনশন সেন্টার

আসামে বহুল আলোচিত এনআরসি’র পর মুম্বাইয়ের কাছে তৈরী হচ্ছে ডিটেনশন সেন্টার।

মহারাষ্ট্র রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে খবরটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জানা যায়, বাণিজ্যিক নগরী থেকে ২০ কিলোমিটার দূরে দুই থেকে তিন একর জমি চেয়ে মুম্বাই প্ল্যানিং অথরিটির কাছে চিঠি দিয়েছে রাজ্য সরকার।

চলতি বছরই কেন্দ্রীয় প্রশাসন নির্দেশ দেয় যে, দেশের যেখানে বেশি অনুপ্রবেশকারীর বসবাস, সেখানে তৈরী করতে হবে ডিটেনশন সেন্টার।

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যটিতে অনুপ্রবেশকারী বসবাসের অভিযোগ তুলেছে শিবসেনা।

গেলো মাসেই আসামে চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করা হয়; বাদ পড়েন ১৯ লাখের বেশি মানুষ। ১২০ দিনের মধ্যে ফরেইনার্স ট্রাইব্যুনালে আপিলের সুযোগ পাবেন তারা। এরইমধ্যে, ৩ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন ১০টি ডিনেটশন সেন্টার তৈরি করছে রাজ্য সরকার যাতে খরচ পড়বে ৪৬ কোটি টাকা।

Exit mobile version